ফেনীতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসিন্দাদের পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে, অপরাধের দমন করার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়।
বিজ্ঞাপন
ফেনী মডেল থানার আয়োজন চুরি,ডাকাতি,মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,যৌতুক,ইভটিজিং,কিশোর গ্যাং ও বাল্য বিবাহ মুক্ত নিরাপদ সমাজ গড়তে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
বিজ্ঞাপন
শনিবার ফেনী জেলার ১৪নং বিট মোটবী ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে, অপরাধের দমন করার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সুপার আরও বলেন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই স্লোগান মাথায় রেখে সামাজিক অপরাধ রোধকল্পে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা বা বিট কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগনকে আহ্বান জানান।
বিজ্ঞাপন
উক্ত অনুষ্টানে ফেনী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসডি/
বিজ্ঞাপন