Logo

শীতের ভোরে ৩ কৃষকের প্রাণ ঝরল পাবনার সড়কে

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, ০১:২৫
33Shares
শীতের ভোরে ৩  কৃষকের প্রাণ ঝরল পাবনার সড়কে
ছবি: সংগৃহীত

দাঁড়িয়ে থাকা করিমনে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় তিন কৃষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বিজ্ঞাপন

পাবনায় সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় তিন কৃষক নিহত হয়েছেন। এ সময়  গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 

বিজ্ঞাপন

পেঁয়াজ লাগানো হলো না ৩ ( তিন) কৃষকের। শীতের ভোরে কুয়াশার পাবনার সড়কে ঝরল তিন কৃষকের প্রাণ। 

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় ৩ (তিন)  কৃষক নিহত হয়েছেন। এ সময়  গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ কৃষকের মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আহত পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

বিজ্ঞাপন

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার ছোন্দহ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৮), রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে। 

  

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.লতিফ জানান, ভোরে কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাঙামাটিয়ায় থেমে থাকা অবস্থায় করিমনে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে করিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

 

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক আরও জানান,  ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD