Logo

বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে: কবির ভূইয়া

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ২২:৪৫
70Shares
বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে: কবির ভূইয়া
ছবি: সংগৃহীত

গাজিপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত তিলধারণের জায়গা থাকবে না।’

বিজ্ঞাপন

ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য কবির আহমেদ ভূইয়া বলেন, ‘বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। তাদের কাছে দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছাতে হবে। শ্লোগান হবে শুধু তারেক রহমানের। তিনি যে হ্যামিলনের বাঁশিওয়ালা দেশে আসলে তা প্রমাণিত হবে। মানুষ বুঝতে পারবে উনি কে। গাজিপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত তিলধারণের জায়গা থাকবে না।’

বিজ্ঞাপন

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কবির আহমেদ ভূইয়া বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া একটি অবহেলিত জেলা। এখানে বড় বড় লোকের জন্ম হয়, কিন্তু আমরা মূল সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে পারিনি। জেলায় উন্নয়নের জন্যে কিছুই করতে পারিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটির নিচে গ্যাসের খণি রয়েছে। এই জেলায় দুইটি গ্যাস খণি রয়েছে। দেশের গ্যাসের চাহিদা এই জেলা পূরণ করে থাকে। এছাড়াও দুটি বন্দর রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রত্নগর্ভা জেলা।’

তিনি আরও বলেন, নেতাকর্মীদের জন্যে আগামী জেলা বিএনপির সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১০ বছর ধরে কোন সম্মেলন হয়নি। দীর্ঘ সম্মেলন না হওয়ার কারণে সংগঠনে গুনে ধরে গিয়েছিল। ঘরে বসে কমিটি বানিয়ে নেতা হয়ে গেছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বগুড়া মডেলের কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব আগামীতে আসতে পারে সেই লক্ষ্যে আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী নেতৃত্ব এই জেলায় উন্নয়নেও ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে: কবির ভূইয়া