ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
বিজ্ঞাপন
তিনি উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। পেশায় নিহত রেজাউল ইসলাম ছিলেন একজন কাভার্ড ভ্যান চালক।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ জানুয়ারি ) রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে পরিবারের জন্য ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খান। মারাত্মকভাবে আহত অবস্থায় রেজাউলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রেজাউল ইসলাম তার ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের চালক সদস্য রেজাউল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন।
এসডি/
বিজ্ঞাপন








