Logo

চট্টগ্রামে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৪
40Shares
চট্টগ্রামে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল
ছবি: সংগৃহীত

প্রথম দিনের প্রধান আলোচনা পেশ করেন মাওলানা আবদুল্লাহ আল আমিন

বিজ্ঞাপন

চট্টগ্রামে প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে আজ বয়ান করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এ উপলক্ষ্যে বিকেল ৩টা ৩০মিনিটের দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

এদিকে, আজহারীর বয়ান শুনতে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল নামে। এদিন প্যারেড ময়দান এলাকায় জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়া প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অঁলিখা মোড় থেকে গণি বেকারীর মোড় পর্যন্ত সব ধরণের যানচলাচল সীমিত হয়ে পড়ে। নগরের বিভিন্ন এলাকা থেকে কেউ পায়ে হেঁটে আবার কেউ মিছিলযোগে মাহফিলে প্রবেশ করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই তাফসিরুল কুরআন মাহফিল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে শুরু হয়। প্রথম দিনের প্রধান আলোচনা পেশ করেন মাওলানা আবদুল্লাহ আল আমিন। এরপর প্রতিদিন মাগরিবের পর থেকে রাত ১০টা কিংবা ১১টা পর্যন্ত আলোচনা পেশ করেন খ্যাতনামা বিভিন্ন মুফাসসিররা।

বিজ্ঞাপন

মাহফিলে সাতকানিয়া থেকে অংশ নেওয়া মোহাম্মদ মহসিন বলেন, আমি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতেই চট্টগ্রাম শহরে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। শুক্রবার সকালে মাহফিলে চলে এসেছি। আজহারী হুজুরের মাহফিলে অংশ নেওয়ার ইচ্ছা অনেকদিন আগে থেকে। আর আজকে সেটা বাস্তবে পূরণ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

২৯ বছর আগে থেকে প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ৫ দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান এলাকা। বাধা কাটিয়ে ১৮ বছর পর সেই মাঠে শুরু হয় ঐতিহাসিক তাফসির মাহফিল।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD