Logo

চরাঞ্চলের মানুষদের ভাগ্য বদলানোর জন্য কাজ করে যাচ্ছি: ডিসি নুসরাত

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৫, ০৪:৫৬
78Shares
চরাঞ্চলের মানুষদের ভাগ্য বদলানোর জন্য কাজ করে যাচ্ছি: ডিসি নুসরাত
ছবি: সংগৃহীত

চরাঞ্চলের মানুষদের ভাগ্য বদলানোর জন্য কাজ করে যাচ্ছি: ডিসি নুসরাত

বিজ্ঞাপন

আমিনুর রহমান: কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেছেন-ভূমি অধিগ্রহনের টাকা তুলতে এসে কেউ যদি হয়রানী কিংবা প্রতারণার শিকার হন তাহলে সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। অভিযোগের সত্যতা পেলে আমি অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিবো।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ভুমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, ভুমি অধিগ্রহন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ভুমি অধিগ্রহন শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ উমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। 

বিজ্ঞাপন

কুড়িগ্রাম-দাশেরহাট বাইপাস সড়ক নির্মান প্রকল্পের অধিগ্রহনকৃত জমির মূল মালিকদের মাঝে প্রায় পৌনে ১কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন- কুড়িগ্রামের চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য বদলানোর জন্য আমি সুযোগ পেলেই চরে গিয়ে পায়ে হেটে সেখানকার দরিদ্র মানুষের সাথে কথা বলে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছি। 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়কে শতভাগ দুর্নীতি-অনিয়ম মুক্ত করেছি। একাজে আমি সকলের সহযোগিতা আশা করছি।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD