Logo

মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর সহ ৩ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১০ এপ্রিল, ২০২৫, ০৩:১০
32Shares
মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর সহ ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হন।

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হন।

বিজ্ঞাপন

এরা হল, কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬)।

পরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে পায়ে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় মাতামুহুরী নদী পার হচ্ছিল এক যুবক। এসময় মাঝ নদীতে পানিতে তলিয়ে যায় ওই যুবক। এক পর্যায়ে তিনি সাঁতরিয়ে উঠতে না পারায় নিখোঁজ হয়। স্থানীয় লোকজন জাল ফেলে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বুধবার সকালে ওই এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ স্বজনরা দাফনের ব্যবস্থা করছেন।  আজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD