শ্রীপুরে তৈরি পোশাক কারখানার আইটি সেকশনে আগুন

একটি তৈরি পোশাক কারখানার আইটি সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার আইটি সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আশপাড়া ১নং সিএন্ডবি বাজার এলাকায় সাবলাইম গ্ৰিনটেক্স লিমিটেড একটি তৈরি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কারখানা কর্তৃপক্ষ জানান, কারখানাটির দ্বিতীয় তলায় আইটি সেকশনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আগুনে কারখানাটির সার্ভার ও আইটি প্যানেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কারখানার শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় তলায় হঠাৎ আইটি সেকশনে আগুন লাগার খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে যায়। কালো ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এ মুহূর্তে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
আরও পড়ুন: শ্রীপুরে আগুনে পুড়লো ২২টি ঘর
বিজ্ঞাপন
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।
বিজ্ঞাপন
এসডি/








