Logo

গোয়ালন্দে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৫, ২৪:৩৮
65Shares
গোয়ালন্দে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরিচয় সনাক্ত করে মৃতদেহ তাদের বলে দাবি করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মস্তক বিহীন ভাসমান অবস্থায় থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তর মোড় রাস্তার মাথায় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মস্তকবিহীন ভাসমান অবস্থায় থাকা নিহত যুবক জিহাদ সরদার (৩০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ সরদার গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বাড়িতে আসে। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এলাকায় স্থানীয় লোকজনের সাথে ঘোরাঘুরি করে মধ্যরাতের পর থেকে নিখোঁজ হয়। রবিবার সকাল সাতটার দিকে অন্তরমোর রাস্তার মাথায় খেয়া ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে স্থানীয় লোকজন মাথাবিহীন অর্ধগলিত মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানাজানি করে। এরপর আশেপাশের লোকজন এসে মরদেহটি দেখতে পেয়ে প্রাথমিকভাবে শনাক্ত করে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরিচয় সনাক্ত করে মৃতদেহ তাদের বলে দাবি করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নৌ পুলিশ খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD