Logo

নান্দাইলে কোরবানির জন্য প্রস্তুত ২৩ হাজার গবাদী পশু

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৫, ০২:৩২
41Shares
নান্দাইলে কোরবানির জন্য প্রস্তুত ২৩ হাজার গবাদী পশু
ছবি: সংগৃহীত

পশুকে যত্ন ও খাদ্যভাস দিয়ে হৃষ্টপুষ্ট করে গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছে খামারিরা।

বিজ্ঞাপন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কোরবানির জন্য ২৩ হাজারেও বেশী গবাদী পশু প্রস্তুত রয়েছে। তবে চাহিদার তুলনায় একটু বেশী থাকলেও গরু ও ছাগলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালো দামের আশায় শেষ সময়ে পশুকে যত্ন ও খাদ্যভাস দিয়ে হৃষ্টপুষ্ট করে গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছে খামারিরা।

বিজ্ঞাপন

নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে দেখাগেছে, গবাদী পশুর সুস্থতা ও মোটতাজাকরণ নিয়ে ছোট-বড় খামারিরা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। এছাড়া ভেটেনারি ঔষধের ফার্মেসীগুলোতে গবাদীপশুর রুচি ও ভিটামিনের ঔষধ ক্রয়ে যেন উপচেপড়া ভিড় রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাগেছে, ২৩ হাজার ৯৪টি গবাদী পশুর মধ্যে ষাড়, বলদ ও গাভী প্রস্তুত রয়েছে ৮ হাজার ৪৬১টি, মহিষ আছে ৩৭টি এবং ছাগল ও ভেড়া আছে ১৪ হাজার ৫৯৬টি। এতে তুলনামূলকভাবে গরুর সংখ্যা কম। 

বিজ্ঞাপন

এছাড়া বাৎসরিক মাংসের চাহিদা আছে ৬৮২ মে.টন। তবে কোরবানির জন্য গরু চাহিদা বেশী থাকলেও তা নিজ উপজেলা থেকে বাহিরে রপ্তানী হলে গরু দাম স্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পিছনে গবাদী পশুর খাদ্যের দাম বৃদ্ধির বিষয়টিও অন্যতম কারণ। এদিকে নান্দাইল উপজেলায় ল্যাম্পিনস্কিন ডিজিজ এর প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে লক্ষ্যমাত্রা পুরণে। ল্যাম্পিনস্কিন ডিজিজ প্রতিরোধে সরকারিভাবে ভ্যাকসিন পর্যাপ্ত না থাকায় খামারিরা এ রোগের আক্রমনের সংখ্যায় ভোগছে। 

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. মো. মশিউর রহমান জানান, ল্যাম্পিনস্কিন ডিজিজ এর আক্রমণ থেকে গবাদী পশুকে বাচাঁতে ভ্যাকসিন ছাড়া যা করণীয় তা খামারিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া ওই ভ্যাকসিন বাহির থেকে ক্রয় করে ভ্যাকসিন দেওয়া যেতে পারে। নান্দাইল কোরবানির জন্য গবাদী পশুর সুস্থতা রক্ষায় সবধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম বলেন, কোরবানির জন্য ২৩ হাজার এর উপরে গবাদী পশু প্রস্তত রয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে প্রাণি সম্পদ অফিসে জনবল সংকটে থাকায় উপজেলার সকল খামারিদের দেখাশুনা করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তারপরেও আমরা সেবা দিয়ে আসছি। এছাড়া কোরবানির হাটে গবাদী পশুর ফিটনেস পরীক্ষার জন্য ক্যাম্প করা হবে। যাতে করে কোন রুগ্ন ও অসুস্থ গরু কোরবানির জন্য বেচাঁ-কেনা না হয়।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD