Logo

গভির রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভোরে আত্মসমর্পণ করলেন স্বামী

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৫, ০১:২২
40Shares
গভির রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভোরে আত্মসমর্পণ করলেন স্বামী
ছবি: সংগৃহীত

মদপানে বাঁধা দেওয়ায় মুন্সীগঞ্জে দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

মদপানে বাঁধা দেওয়ায় মুন্সীগঞ্জে দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিজেকে পুলিশের সোপর্দ করলেন অভিযুক্ত স্বামী সুমন । 

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) গভির রাতে ঘটনাটি ঘটে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় ঘটনাস্থল থেকে একটি মদের বোতল ও ৩ টি গ্লাস উদ্ধার করে পুলিশ।  ধারণা করা হচ্ছে মদপানে বাঁধা বা কথা-কাটাকাটি জেরে নিহত মিতুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

নিতহ মিতু আক্তার (৩২) মিরকা‌দিম পৌরসভার নৈয়‌দি‌ঘির পাথর গ্রা‌মের মো. মন্টু মিয়ার মে‌য়ে। নিহ‌তের তিন‌টি সন্ত্রান র‌য়ে‌ছে। বড় মে‌য়ের মারজানা (১২) ছোট মে‌য়ে মার‌জিয়া (৯) আবিদ (৭)।

হত্যার ঘটনায় জড়িত  মো. সুমন মিয়া (৫০) ‌মিরকা‌দিম পৌরসভার পূর্বপাড়ার বাসিন্দা সরতুল্লা মিয়া ছে‌লে।

বিজ্ঞাপন

নিহ‌তের ভা‌তি‌জি জানান, নিহত মিতু ও সুমন দু’জনেরই দ্বিতীয় বিয়ে হয়। সেই বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ত‌বে গতকাল সোমবার রা‌তে পাশ্ববর্তী এলাকা পূর্বপাড়ার গ্রা‌মের রতন মিয়ার ছে‌লে ‌মো. লিংকন ও মুকুল হাজী ছে‌লে আকাশ নিহত ‌মিতু‌কে তার বাবার বা‌ড়ি থে‌কে নি‌য়ে আসে। পরে গভির রাতে ভাড়া বাড়িতে মিতুকে কুপিয়ে হত্যা করে তার স্বামী সুমন। এঘটনায়  সুমনের সহযোগী হিসাবে  ‌মো. লিংকন আকাশ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বিজ্ঞাপন

এঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল আলম জানান, ঘটনার সাথে জড়িত স্বামী সুমন নিজেকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এসডি/

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD