Logo

মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৫, ২২:৪৫
53Shares
মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে শাহ ফয়েজুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শাহ ফয়েজুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শহরে হার্ডওয়্যারের ব্যবসা করছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি অটোচালকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়। ঘটনার পর শহরের ব্যবসায়ীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।

বিজ্ঞাপন

রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, ‘দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছিলেন। কারোও সঙ্গে পূর্বশত্রুতা থাকতে পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

বিজ্ঞাপন

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্তে কাজ চলছে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেলে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD