Logo

পুলিশের ভোজসভার অতিথি যুবলীগের সভাপতি

profile picture
উপজেলা প্রতিনিধি
শরীয়তপুর
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৮
8Shares
পুলিশের ভোজসভার অতিথি যুবলীগের সভাপতি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করেছে থানা-পুলিশ। আর সেই ভোজসভায় অংশ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের নিরপেক্ষতা ও মান নিয়ে। যদিও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে, পদ্মা সেতু দক্ষিণ থানায়।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করে থানা পুলিশ। থানার ডাইনিং রুমে এই খাওয়া দাওয়া করা হয়। ওই অনুষ্ঠানে থানা পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আলমগীর হোসেন সরদার, যুবলীগের সভাপতি মোক্তার বেপারীসহ অন্যান্যরা। থানার মধ্যে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতার উপস্থিত হওয়া নিয়ে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা।

নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার বলেন, ওসি তো ভালো করেই জানেন মোক্তার বেপারী যুবলীগ নেতা। তারপরও জেনেশুনে কেন তাকে দাওয়াত দিলেন? আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাই গিয়েছি।

জানতে চাইলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আমরা থানায় নিয়মিত ভোজের আয়োজন করেছিলাম। মোক্তার বেপারী যে যুবলীগ নেতা তা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তাকে কখনোই দাওয়াত দিতাম না।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, মাসিক ভোজের আয়োজন ছিল পদ্মা থানায়। যুবলীগ নেতা সেখানে উপস্থিত ছিলেন—এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখব।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD