Logo

মাদারীপুরে আলোর পাঠশালা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাজার গাছের চারা রোপণ

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১০
12Shares
মাদারীপুরে আলোর পাঠশালা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাজার গাছের চারা রোপণ
ছবি: সংগৃহীত

মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পাঠশালা ও মাদকবিরোধী আন্দোলন পখিরা এর উদ্যোগে শরীয়তপুর মাদারীপুর মহাসড়কে এক হাজার কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য মাদারীপুরের শিড়খাড়া ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায় প্রায় চার মাস আগে ‘শিরক’ আখ্যা দিয়ে একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলাকে কেন্দ্র করে জেলাজুঁড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।তারই প্রতিবাদে আলোর পাঠশালা’ নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সদর উপজেলার বিভিন্ন স্থানে চব্বিশ শত গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেয় এরই মধ্যে দুই হাজার গাছের চারা রোপণ করা সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

কর্মসূচিতে আলোর পাঠশালা সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ বলেন শিড়খাড়া এলাকায় একটি বটগাছ কাটাকে কেন্দ্র করে অনেক কটুক্তি করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমরা মাদারীপুরের ওলামায়ে কেরামসহ শিড়খাড়া ও পখিরা যুবসমাজ আমরা ওই সময় বলেছিলাম এক হাজার কৃষ্ণচূড়া গাছ রোপন করব। আলহামদুলিল্লাহ আমরা পুরো জেলায় চব্বিশ শত কৃষ্ণচূড়া গাছ রোপন করার প্রাথমিক স্টেপ হাতে নিয়েছি আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমাদের ইচ্ছা আছে সকলে যদি আমাদের কাজ কে ভালোবাসে তাহলে আমরা পুরো জেলায় এক লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছি তার প্রেক্ষাপটে আজকে পখিরা এলাকায় আমাদের গাছ লাগানো কর্মসূচি করা হচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় মাদারীপুরে যুবসমাজ যেন মাদক থেকে দূরে থাকে এবং বেশি বেশি করে গাছ লাগায় আমরা সেই মেসেজটিও সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন আলোর পাঠশালা সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ,পাশে আছি মাদারীপুর সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া,মাদক বিরোধী আন্দোলন পখিরা সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি দাদন হোসেন, সেচ্ছাসেবী ফখরুদ্দিন রাজীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD