Logo

শ্রীপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণী সমাবেশ

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৮
2Shares
শ্রীপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণী সমাবেশ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

তিনি সমাবেশে বলেন, “নারী-পুরুষসহ প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২০০ জনকে সদস্য ফরম পূরণ করানো হবে। গ্রামের মানুষদের মধ্যে ফরম পৌঁছে দেওয়া, প্রয়োজনে মাইকিং ও ঢোলের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য সুসংগঠিত কর্মীবাহিনী অপরিহার্য।”

ডাঃ জাহিদ আরও বলেন, “স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ধূষর আমাদের মাঝে লুকিয়ে আছে। তাই ভাববেন না আমরা খুব শক্তিশালী। আসল শক্তি মহান আল্লাহ ও জনগণ। জনগণকে সাথে রাখলে এবং ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে নির্বাচন জেতা সম্ভব।”

তিনি দেশের দুর্নীতি, ঘুষ এবং দুঃশাসনের বিরুদ্ধে দলের মহাসচিব তারেক রহমানকে আগামী দিনের নেতা হিসেবে তুলে ধরার ওপর জোর দেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD