Logo

লালমনিরহাটে ১২০ টাকায় মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৭ জন

profile picture
উপজেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৯
21Shares
লালমনিরহাটে ১২০ টাকায় মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৭ জন
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে কোনো সুপারিশ বা হয়রানি ছাড়া মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৭ জন প্রার্থী। আবেদন ফি ছিল মাত্র ১২০ টাকা। এছাড়া অপেক্ষমান তালিকায় আছেন আরও ৩ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সে ড্রিল সেডে অনুষ্ঠিত ফলাফল ঘোষণার অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এই তথ্য জানান। নির্বাচিতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। পুলিশ সুপার সতর্ক করে বলেন, “১২০ টাকায় সরকারি চাকরি পেয়েছেন। বিভিন্ন প্রতারক চক্রের প্রলোভনে কেউ পড়লে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে হবে। প্রতারক চক্রকে ডিবি গ্রেফতার করবে।”

চলতি জুনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট ১,৮৪৪ জন আবেদন করেন। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে ১৭ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈচিত্র্যও লক্ষ্যণীয়; ৬ জনের বাবা কৃষক, একজন রিকশাচালক, একজন ড্রাইভার, একজনের বাবা নিহত এনজিও কর্মী, একজন পুলিশ সদস্য।

ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD