কুড়িগ্রামে কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করলেন: ফরিদা আখতার

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুড়িগ্রামে কেন্দ্রীয় কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের কালিবারী বাজার এলাকায় কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পূজা উদ্যাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার, পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
