জেলা প্রেসক্লাব, পটুয়াখালী: নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

জেলা প্রেসক্লাব পটুয়াখালীতে নবনির্বাচিত দুই বছরের মেয়াদী কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় ফায়ার সার্ভিস রোড, ফটিকের খেয়াঘাট সংলগ্ন জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়।
শপথ বাক্য পাঠ করান সাবেক সাধারণ সম্পাদক এ,জেড,এম উজ্জ্বল, নির্বাচন কমিশনের আহ্বায়ক সরোয়ার হোসেন শানু, সঞ্জীব দাস এবং জামাল আকন। শপথ গ্রহণের পর প্রেসক্লাবের সকল কার্যক্রম ও কাগজপত্র নির্বাচিত সভাপতি মশিউর রহমান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচিত সভাপতি মশিউর রহমান এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুর রহমান।
বিজ্ঞাপন
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি রাশিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক পারভেজ মাহমুদ এবং অর্থ সম্পাদক আব্দুর রহমান।