দুই কিশোরের ভালোবাসার দ্বন্দ্বে প্রাণ গেল এক কিশোরের

দুই এলাকার দুই কিশোর পছন্দ করতো এক কিশোরীকে। এর জেরেই পিটিয়ে হত্যা করা হয়েছে আব্দুর রহমান (১৩) নামে অপর এক কিশোরকে। প্রেম নয়, প্রেমে পড়া দুই কিশোরের মাঝখানে বলি হয়েছে সে।
বিজ্ঞাপন
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আ: রহমান পৌরশহরের উত্তর গড়কান্দা মহল্লার হাবিবুর রহমান বিশু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত কিশোর আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেল ৬ বন্ধু মিলে রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাঘবেড় খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। এই ৬ বন্ধুর মাঝখানে আব্দুর রহমান ব্যতীত কেউ একজন খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করতো।
আরও পড়ুন: হরিণের দেখা মিলেছে সাতছড়ি জাতীয় উদ্যানে
বিজ্ঞাপন
এদিকে খড়িয়াপাড়ার ওই কিশোরীকে পছন্দ করতো একই এলাকার রোকন নামে অপর এক কিশোর। একই কিশোরীকে দুই কিশোরের পছন্দের ফলে বিরোধ বাধে। বিকেলে খড়িয়াপাড়ায় বেড়াতে যাওয়ায় রোকন ক্ষিপ্ত হয়ে তার বন্ধু ফায়সালসহ কয়েকজন মিলে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়।
এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল আহত হয়। এসময় সঙ্গে থাকা বন্ধুরা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে আনে। তবে আ: রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে সে মারা যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।