Logo

গাজিপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক দুই কিশোর

profile picture
উপজেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৭
10Shares
গাজিপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক দুই কিশোর
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের নামা বাজার এলাকায় তুরাগ নদীর পাশে স্থাপিত একটি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

আটকরা হলেন—রাকিব হাসান পাটোয়ারী (১৩), মৃত হারুন-অর-রশিদের ছেলে এবং একই এলাকার শাহাজালালের ছেলে মো. নাজমুল ইসলাম (১৩)। দুজনেই স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাকিবকে এবং মঙ্গলবার ভোরে নাজমুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং চলে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিমা ভাঙচুরের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। পূজা কমিটির সদস্যরা ঘটনাটি প্রথমে লক্ষ্য করেন এবং পরে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জিএমপি উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন এবং জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান ঘটনাটির তদারকি করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজকদের সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।

জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান সাংবাদিকদের জানান, আটককৃতরা যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD