শিয়ালের কামড়ে এক রাতেই আহত ১০

টাঙ্গাইলের সখীপুরে সন্ধ্যার পর থেকে এক রাতেই বিভিন্ন এলাকায় ১০ জন শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সোমবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই এ ঘটনার শুরু হয় বলে জানা যায়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইতোমধ্যে শিয়ালের কামড়ে আহত হয়ে উপজেলার আড়াই পাড়ার গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মমিনুল ইসলাম (২৯), মেহেদী হাসানের ছেলে মেরাজ ( ৩০) ও কচুয়া গ্রামের তারা হোসেন তালুকদারের মেয়ে সাহিদা (৪০) স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছে।
আরও পড়ুন: হরিণের দেখা মিলেছে সাতছড়ি জাতীয় উদ্যানে
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিকী বলেন, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে তিনজন প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেছেন। আক্রান্ত হওয়া ওই ব্যক্তিদের মাধ্যমে জানা যায় আরও ৭ জন চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই সাতজন উপজেলার আড়াই পাড়া গ্রামের বাসিন্দা।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। এরকম রোগী আসতে থাকলে ভ্যাকসিনের সংকট দেখা দিবে। যা রোগীদের জন্য উদ্বেগর বিষয়।