Logo

শিয়ালের কামড়ে এক রাতেই আহত ১০

profile picture
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২২
11Shares
শিয়ালের কামড়ে এক রাতেই আহত ১০
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সন্ধ্যার পর থেকে এক রাতেই বিভিন্ন এলাকায় ১০ জন শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই এ ঘটনার শুরু হয় বলে জানা যায়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইতোমধ্যে শিয়ালের কামড়ে আহত হয়ে উপজেলার আড়াই পাড়ার গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মমিনুল ইসলাম (২৯), মেহেদী হাসানের ছেলে মেরাজ ( ৩০) ও কচুয়া গ্রামের তারা হোসেন তালুকদারের মেয়ে সাহিদা (৪০) স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিকী বলেন, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে তিনজন প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেছেন। আক্রান্ত হওয়া ওই ব্যক্তিদের মাধ্যমে জানা যায় আরও ৭ জন চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই সাতজন উপজেলার আড়াই পাড়া গ্রামের বাসিন্দা।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নেই। এরকম রোগী আসতে থাকলে ভ্যাকসিনের সংকট দেখা দিবে। যা রোগীদের জন্য উদ্বেগর বিষয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD