Logo

পূবাইলে ইয়াবাসহ নারী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০২
92Shares
পূবাইলে ইয়াবাসহ নারী গ্রেফতার
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় নাসরিন আক্তার (৩৫) নামে এক নারীকেও গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ও এএসআই গোলাম সারোয়ারের নেতৃত্বে পূবাইল থানাধীন কুদাব এলাকায় অভিযান চালায়। এসময় নারী পুলিশের সহায়তায় কুদাব গ্রামের বাসিন্দা রাশেদুল আলমের স্ত্রী নাসরিন আক্তারকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামীর হেফাজতে থাকা ওয়ারড্রপের ড্রয়ার থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নাসরিন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

পূবাইলে ইয়াবাসহ নারী গ্রেফতার