Logo

দেনার দায়ে ৬৫ হাজার টাকায় শিশু বিক্রি, অবশেষে উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৩ অক্টোবর, ২০২৫, ১৫:৪৩
28Shares
দেনার দায়ে ৬৫ হাজার টাকায় শিশু বিক্রি, অবশেষে উদ্ধার
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ৬৫ হাজার টাকায় বিক্রি হওয়া সদ্য প্রসূত শিশু অবশেষে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দেনার দায়ে সদ্য প্রসূত শিশুকে বিক্রির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নির্দেশনা ও সহযোগিতায় পুলিশ বিশেষ অভিযান চালায়।

মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে মহেশপুর থানার এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।এদিকে, সন্তান বিক্রির মতো কলঙ্কজনক ঘটনাকে আড়াল করতে শুরু থেকেই স্থানীয় প্রভাবশালীরা সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের দৃঢ় অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে অবশেষে শিশুটি উদ্ধার হয়।বর্তমানে নবজাতক ও তার মা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সুজায়েত জানান, মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ অক্টোবর মহেশপুর উপজেলার সুমাইয়া খাতুন নামে এক অসহায় মা দেনার দায়ে নিজের সদ্য প্রসূত শিশুকে ৬৫ হাজার টাকায় বিক্রি করেন। বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। সর্বশেষ পুলিশের দ্রুত অভিযানে নবজাতককে উদ্ধার সম্ভব হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD