Logo

৪ জন চিকিৎসক দিয়েই চলছে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
৮ অক্টোবর, ২০২৫, ২৩:৩৯
23Shares
৪ জন চিকিৎসক দিয়েই চলছে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছেই, যার কারণে স্থানীয়দের নিয়মিত চিকিৎসাসেবা কার্যত ব্যাহত হচ্ছে। অনুমোদিত ১৩০টি পদে বর্তমানে ৬১টি শূন্য রয়েছে, যা মোট পদের প্রায় ৪৭ শতাংশ।

বিজ্ঞাপন

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ জানান, ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখানে যোগ দিতে অনিচ্ছুক হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আবাসনের অভাব। যেখানে ২ বা ৩ তলা আবাসনের ব্যবস্থা থাকার কথা, সেখানে কেবল ১ তলা এবং অল্প কয়েকটি আবাসনই আছে। বিশেষ করে মহিলা ডাক্তার ও নার্সদের জন্য নিরাপদ আবাসন নেই, ফলে তারা এখানে থেকে কাজ করতে আগ্রহী নন।

‎এছাড়া, এখানে কর্মরত ৬ জন চিকিৎসকের মধ্যে দুইজন ডাক্তার স্থানীয়ভাবে কাজ না করে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ঢাকায় কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালে কাজ করছেন, তবু বেতন অষ্টগ্রাম থেকে নিচ্ছেন। ফলে বর্তমানে মাত্র ৪ জন ডাক্তারই স্থানীয়ভাবে রোগীর সেবা দিচ্ছেন, যা রোগীর চাপ সামলাতে যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

‎তথ্য অনুযায়ী, চিকিৎসক পদের ২০টির মধ্যে ১৪টি শূন্য। মেডিকেল টেকনোলজিস্টের ৭টির মধ্যে ৪টি খালি, আর ফিল্ড স্টাফের ৩২টির মধ্যে ১০টি পদ পূর্ণ হয়নি। “অন্যান্য” বিভাগের শূন্যপদ সবচেয়ে বেশি, ৮৫.৭১ শতাংশ। নার্সদের সংখ্যা তুলনামূলক ভালো থাকলেও চিকিৎসক ও টেকনোলজিস্টের ঘাটতি পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে প্রভাবিত করছে।

‎জনবল সংকটের কারণে রোগীরা নিয়মিত স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালে সেবা নিতে এসে অনেকেই নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শূন্যপদে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় চিকিৎসা ব্যবস্থায় অবনতি ঘটেছে। দ্রুত পদ পূরণ না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

‎স্থানীয় সচেতনরা বলেন, “অষ্টগ্রামের মতো প্রত্যন্ত হাওর এলাকায় চিকিৎসা সেবা টিকিয়ে রাখতে হলে শূন্যপদ দ্রুত পূরণ করা এবং ডাক্তারদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা জরুরি। না হলে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবার জন্য দূরের জেলা শহরে যেতে হবে, যা অনেকের পক্ষে সম্ভব নয়।”

বিজ্ঞাপন

‎অষ্টগ্রামের হাওরবাসী এখন স্বাস্থ্যসেবা সংকটের মুখোমুখি, এবং শূন্যপদ পূরণের পাশাপাশি নিরাপদ ও পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD