Logo

সালথায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে আহত-৮

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদপুর
১০ অক্টোবর, ২০২৫, ১২:০০
27Shares
সালথায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে আহত-৮
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় মসজিদ নিয়ন্ত্রণ ও চাবি চাওয়া কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে ইমরান মাতুব্বরের সমর্থকেরা স্থানীয় মসজিদের ইমাম মৌলভী হেমায়েত হোসেনের কাছে মসজিদের চাবী চাইতে গেলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮টা থেকে বেলা ৯ টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। পরে এ সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশ নেয়। এ সময় উভয় গ্রুপের অন্তত ৮জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

স্থানীয় সুত্রে আরো জানা যায়, ইমরান মাতুব্বার ও মৌলভী হিমায়েত হোসেন দু’জনই বিএনপির কর্মী তবে তাদের কোন দলীয় পদ পদবী নেই।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, বড় বাহিরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD