Logo

অযত্নে জিও ব্যাগ, সেলাইয়ে নিম্নমানের সুতা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাইবান্ধা
১২ অক্টোবর, ২০২৫, ১৪:৫৭
6Shares
অযত্নে জিও ব্যাগ, সেলাইয়ে নিম্নমানের সুতা
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। জিও ব্যাগ বালু ভর্তির পর সেলাইয়ে নিম্নমানের সুতা ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অভাবে সেসব ব্যাগ রৌদ্রের তাপে নষ্ট হয়ে কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে।

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন (২০২০-২০২১) ও (২০২১-২০২২) অর্থবছরের “যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী এবং সাঘাটা উপজেলার গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা” শীর্ষক প্রকল্প’র প্রিকশনারি জিও ব্যাগ ডাম্পিংয়ের সাঘাটা ইউনিয়নের গোবিন্দি এলাকায় প্যাকেজ ১ ও ৫ নং এ প্রায় চার সপ্তাহ আগে কাউন্টিং শেষে জিও ব্যাগ নদী তীর ঘেষে বালু ভর্তি ফেলে রাখা হয়েছে।

সূত্রমতে কিছু ব্যাগ ডাম্পিং করা হলেও বিপুল সংখ্যক ব্যাগ বালু ভর্তি অবস্থায় অযত্নে অবহেলায় খোলা মাঠে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ সূত্রে সরেজমিনে দেখা গেছে, প্যাকেজ-৫ এর বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক জিও ব্যাগ উধাও হয়ে গেছে। যেখানে আগে ব্যাগগুলো রাখা ছিল সেখানে কেবল বালুর স্তূপ পড়ে আছে। একই দৃশ্য পাশের প্যাকেজ-১ এও।

বিজ্ঞাপন

এছাড়াও দীর্ঘদিন ধরে ওই ব্যাগগুলো খোলা রৌদ্রে অযত্নে পড়ে থাকার কারণে সেগুলোর টেকসই মান নষ্ট হচ্ছে। আরও দেখা যায়, ব্যাগগুলোর সেলাইয়ে নিম্নমানের সুতা ব্যবহার করা হয়েছে। ফলে সামান্য টানেই সেলাই ছিঁড়ে যাচ্ছে। এছাড়া ইঞ্চি প্রতি ৪টি সেলাই রয়েছে বস্তার মুখবন্ধনে। নিম্ন মানের হওয়ায় বর্তমানে বেশিরভাগ ব্যাগের সেলাইয়ের সুতা দুর্বল হয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গোবিন্দি এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বলেন, কি আর করার হামারে। এটি বলার কিছু নাই। নিম্নমানের সুতা দিয়া ব্যাগ সেলাই করছে। আরেকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বস্তাডি কয়েক সপ্তাহ ধরে রোদে ফালাই রাখছে। এখন নষ্ট হবার ধরছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করেন, নিম্ন মানের সুতায় সেলাই আর অযত্নে রাখা এসব ব্যাগ ডাম্পিং করা হলে ডাম্পিং করত অবস্থায় ফেটে যাবে। এতে শত বছরের টেকসইয়ের নাম করে প্রস্তুত করা এসব ব্যাগ নদীর তীর রক্ষায় কোনো কাজেই আসবে না।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তবে জিও ব্যাগগুলোতে নিম্ন মানের সুতা ব্যবহারে শতবর্ষ টেকসই হবে কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD