Logo

নোয়াখালীতে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু

profile picture
উপজেলা প্রতিনিধি
নোয়াখালী
১ নভেম্বর, ২০২৫, ১৩:২৩
13Shares
নোয়াখালীতে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সাধারণ মানুষের নদী পারাপারের সুবিধার্থে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন করে যুক্ত হয়েছে আরো একটি সি-ট্রাক ‘এস.টি সাঙ্গু’।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর ) সকালে আনুষ্ঠানিকভাবে এ সি-ট্রাকটি যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করে। এর আগে গতকাল বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ সি-ট্রাকটি উদ্বোধন করা হয়।

নতুন সি-ট্রাকটি চালুর ফলে হাতিয়া মূল ভূখণ্ড ও চেয়ারম্যানঘাট রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

সি-ট্রাক কর্তৃপক্ষ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ট্রিপে নলচিরা ঘাট থেকে সকাল ৯টায় ছাড়বে এবং চেয়ারম্যানঘাট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করবে। দ্বিতীয় ট্রিপে নলচিরা ঘাট থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে এবং চেয়ারম্যান ঘাট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। তবে দ্বিতীয় ট্রিপ যাত্রীর উপর নির্ভর করবে।

সি-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মুমিন উল্লাহ রাসেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল, বিএনপি নেতা অলি উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন যাত্রীরা।

উপস্থিত বক্তারা বলেন, নতুন এই সি-ট্রাকটি চালুর মাধ্যমে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। একই সঙ্গে দ্বীপবাসীর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD