Logo

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

profile picture
উপজেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১ নভেম্বর, ২০২৫, ১৬:৪১
3Shares
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে।

বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপ-পরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটককৃতদের পুলিশ হেফাজতে নেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যান জব্দ করেন।

এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD