Logo

মর্গের সামনে মিলেছিল রনির মরদেহ, ১ বছর পর গ্রেপ্তার প্রধান আসামি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২ নভেম্বর, ২০২৫, ১২:৫৯
11Shares
মর্গের সামনে মিলেছিল রনির মরদেহ, ১ বছর পর গ্রেপ্তার প্রধান আসামি
ছবি: প্রতিনিধি

গাজীপুরে চাঞ্চল্যকর রনি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি ও গাজীপুর ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক ফাহাদ সরকার টুটুল (৩১)–কে এক বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানাধীন মনুরখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট ২০২৪ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী মোছা. সাবিনা আক্তার (৩৯) মরদেহটি তাঁর স্বামী রনি বলে শনাক্ত করেন এবং ৩১ আগস্ট গাজীপুর সদর থানায় হত্যা মামলা করেন।

ভিকটিমের শরীরের পিঠ, ঘাড় ও উরুতে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হয়, হত্যাকারীরা হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে যায়।

ঘটনাটি তৎকালীন সময়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে আলোচিত হয়। এরপর থেকেই প্রধান আসামি ফাহাদ সরকার টুটুল আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, দীর্ঘ ছায়া তদন্ত ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় টুটুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং ৫৭০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD