রাজবাড়ীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে থানার ওসি আ. রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি দৌলতদিয়া রেলস্টেশনে এসে ইঞ্জিন ঘোরানোর সময় একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। পরে রাজবাড়ী থেকে আরেকটি ইঞ্জিন এসে বগিগুলো নিয়ে যায়।
বিজ্ঞাপন
গোয়ালন্দ ঘাট স্টেশনের মাস্টার মোসলেম উদ্দিন বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে ঠিক সময়ে ট্রেনটি পোড়াদহের দিকে ছেড়ে যেতে পারেনি। রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধারের কাজ শুরু হবে।








