রাজারহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা কৃষি অফিসের গুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান, রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক তারেকুর রহমানসহ সাত ইউনিয়নের কয়েক শতাধিক সুবিধাভোগী কৃষক-কৃষাণী।
বিজ্ঞাপন
এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।








