বিজয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে মানুষের পাশে থাকব : মোশারফ

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন রোববার দিনব্যাপী নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন ও বুড়ইল ইউনিয়নের নেতাকর্মী নিয়ে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন।
বিজ্ঞাপন
এ সময় আরো জানা যায়, এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মানুষের নানাবিধ সমস্যার কথাও শোনেন। পরে জনসাধারণের আয়োজনে স্কুল মাঠে দুপুরের খাবার খান তিনি। এরপর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে পড়ে থাকা প্লেট, গ্লাসসহ ব্যবহৃত সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন বিএনপির এই প্রার্থী।
ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন জানান, সকাল থেকে এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছি। মানুষের নানাবিধ সমস্যার কথা শুনেছি। মানুষ আশ্বস্ত করেছে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয়ী করবে। আমিও আশ্বস্ত করেছি বিজয়ী হয়ে এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে মানুষের পাশে থাকব। আগেও কাজ করেছি আগামীতেও মানুষের জন্য কাজ করে যাব।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পদ্মফুল তুলতে গিয়ে ৪ স্কুলছাত্রী নিহত
প্রচারণার অনুষ্ঠানস্থল পরিষ্কারে অংশ নেওয়ার বিষয়ে প্রার্থী মোশারফ হোসেন বলেন, স্কুলের পরিবেশ যেন নষ্ট না হয় এজন্য নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানস্থল পরিষ্কার করেছি।








