Logo

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সরফুদ্দিন আহমেদ সান্টু

profile picture
বিশেষ প্রতিবেদক
বরিশাল
৯ নভেম্বর, ২০২৫, ২০:৩৩
26Shares
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সরফুদ্দিন আহমেদ সান্টু
ছবি প্রতিনিধি।

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, মালয়েশিয়া প্রবাসী ও মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের শত শত বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে গড়িয়া নতুনহাট বাজারে বিদ্যুৎ শর্কসার্কিট থেকে আগুন লেগে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে মো. মোশাররফ হোসেনের বিকাশ ও ভ্যারাইটিজ স্টোরে প্রায় ২০ লাখ, মেহেদী হাসানের সিকদার এন্টারপ্রাইজের স্যানিটারি, রড-সিমেন্ট ও হার্ডওয়্যার দোকানে প্রায় ৪৫ লাখ, সাখাওয়াত হোসেনের ফার্মেসি ও ঢেউটিনের দোকানে প্রায় ১ লাখ এবং আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ স্টোরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেহেদী হাসান জানিয়েছেন, তিনি বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ৩৮ লাখ টাকার ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তার স্বর্বস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফাষ্ট সিকিউরিটি ব্যাংকেও আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।

এস সরফুদ্দিন আহমেদ সান্টু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেবে এবং বাজারে ব্যবসা স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD