শেরপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ মিছিল

শেরপুর-১ সদর আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়ায় শহরে বিক্ষোভ মিছিল করেছেন তাঁর কর্মী সমর্থকেরা।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা এই মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রার্থীর পরিবর্তন চেয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বঞ্চিত শফিকুল ইসলামের কর্মী, সমর্থক সূত্র জানা গেছে, বিকেল তিনটা থেকে শেরপুর-১ আসনে মনোনয়ন বঞ্চিত শফিকুল ইসলাম মাসুদের কর্মী সমর্থক সদরের ১৪ টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। পরে সেখান থেকে কর্মী ও সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
বিজ্ঞাপন
শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য করেন জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শিপন, হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শেরপুরের তৃণমুলের মানুষের জনপ্রিয় নেতা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ। তিনি দলের ত্যাগী নেতা। আমরা চাই শেরপুর-১ আসনে পূর্নমূল্যায়ন করে দলের প্রার্থীতা পরিবর্তন করে শফিকুলকে বিএনপির দলী প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হোক। শফিকুলকে দলীয় মনোনয়ন না দেওয়া হলে দলের তৃণমূলের নেতা-কর্মী ও ভোটারদের নিয়ে বৃহতকর্মসূচি গ্রহন করা হবে।
তাঁরা অবিলম্বে বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও দলীয় মনোনিত প্রার্থী সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে প্রত্যাহার ও শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন বলেন,শফিকুল ইসলাম দলের পরীক্ষিত নেতা। আমরা তার পক্ষে মনোনয়ন চাই। যাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে তিনি তৃণমুলের নেতা নয়। শফিক শেরপুর সদর আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা।
উল্লেখ্য, শেরপুর ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। শেরপুর -১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ।
বিজ্ঞাপন








