Logo

অস্ত্রধারীদের দেখামাত্র ফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১১ নভেম্বর, ২০২৫, ২১:০৯
27Shares
অস্ত্রধারীদের দেখামাত্র ফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
সিএমপি কমিশনার হাসিব আজিজ | ফাইল ছবি

চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি ও হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে কমিশনার ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এই নির্দেশ দেন।

সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কয়েক দফায় পৃথক নির্দেশনাতেই এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন খোন্দকারাবাদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ কার্যক্রম চলাকালীন গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় বিএনপির প্রার্থীও আহত হন।

সিএমপি কর্মকর্তারা জানান, কমিশনার বলেন, শটগান বা চায়না রাইফেল ব্যবহৃত হবে না, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।

এছাড়া টহল টিমগুলোকে শিশা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের নাইন এমএম পিস্তল বহনের নির্দেশও দেওয়া হয়েছে। স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে ১৩টি করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কমিশনার বার্তায় পুলিশ সদস্যদের আত্মরক্ষা ও দণ্ডবিধির বিধানও স্মরণ করিয়ে দিয়েছেন এবং সব দায়-দায়িত্ব নিজে নেওয়ার কথাও জানিয়েছেন।

হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার স্পষ্ট নির্দেশ দিয়েছি। চট্টগ্রাম নগরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দিতে পারি না। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই আজ থেকে শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করা হচ্ছে এবং চায়না অটোমোটিভ সাবমেশিন গান বহন করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD