Logo

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ
১৪ নভেম্বর, ২০২৫, ১১:৪০
11Shares
মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক দগ্ধ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মধ্যরাতে দুর্বৃত্তরা একটি স্কুলবাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালক গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায়।

দগ্ধ চালকের নাম তাবেজ খান (৪৫), তিনি সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে তিনি বাসের মধ্যেই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের ওই বাসটি ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দেয়, যা মুহূর্তে পুরো বাসে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। এদিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস পুড়ে যায় এবং চালক দগ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD