রাজবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় সুরুজ খলিফা (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের ইসলাম শেখের গাছের বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ একই গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এলাকাবাসী সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দ্রুত পাংশা থানা পুলিশকে খবর দেন।
বিজ্ঞাপন
পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিচে নামিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।
নিহতের ভাই জানান, আমার ভাই ধারদেনায় জর্জরিত ছিল। দেনা পরিশোধ করতে না পারায় মানসিক ছিল।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, যশাই ইউনিয়নে একজন আত্মহত্যা করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে।
বিজ্ঞাপন








