গাজীপুরে নতুন ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুরে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন। গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে দেলোয়ার হোসেন, নাসির আহমেদ, মজিবুর রহমান, রেজাউল বারী বাবুল, আমিনুল ইসলাম ও রিপন শাহসহ বহু সাংবাদিক মতবিনিময়ে অংশ নেন।
মতবিনিময়কালে শহরের দীর্ঘদিনের নানামুখী সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। এর মধ্যে ছিল—যানজট নিরসন, সড়কে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত সিএনজি-অটোরিকশা স্ট্যান্ড অপসারণ, সরকারি দফতরে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, পরিবেশ দূষণরোধে কার্যকর উদ্যোগ, বাজার নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিং, রিসোর্ট ও পার্ককেন্দ্রিক অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ, আন্তঃনগর ট্রেন থামানোর দাবি, রাস্তা ও ফুটপাত দখলমুক্তকরণসহ নানা জনবিষয়ক ইস্যু।
বিজ্ঞাপন
সাংবাদিকদের বক্তব্যের প্রতি ইতিবাচক সাড়া জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “আপনারা সঠিক তথ্য দিয়ে পাশে থাকবেন—এই প্রত্যাশা করি। কোনো ধরনের অন্যায় বা অবাঞ্ছিত প্রভাব যেন আমার মাধ্যমে কেউ খাটাতে না পারে, সে বিষয়ে আমি কঠোর। তবে জনকল্যাণে প্রয়োজনীয় যেকোনো উদ্যোগে পূর্ণ সহযোগিতা দেব। কোনো ভুল হলে তা খোলামেলাভাবেই জানাবেন; আপনাদের সঙ্গে নিয়েই প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।”
সভায় জেলা উন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর সবাই গুরুত্বারোপ করেন।








