গেম নয়, নিয়ম মেনেই বিদেশ যেতে হবে : ইউএনও ইবনে মিজান

“গেম দিয়ে নয়, বিদেশ যেতে হবে নিয়ম মেনে। সম্মিলিত প্রচেষ্টাই পারে গেমের মাধ্যমে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বন্ধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে কেউ ভাই, কেউ বা ছেলে হারাচ্ছে—এ মৃত্যুযাত্রা যেকোনও মূল্যে থামাতে হবে।”
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের মাদারীপুর জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথ। ইউএনও আরও বলেন, “বিদেশ যেতে হলে সঠিক ও যাচাই করা তথ্য জানা জরুরি। অনিয়মিত অভিবাসনে প্রতারণা, পাচার ও মৃত্যুঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত তরুণ প্রজন্মকে অনিরাপদ অভিবাসনের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা।”
বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনার পর প্রায়ই শিবচরের মানুষের মৃত্যুসংবাদ পাওয়া যায়। সমাজ সচেতন হলে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেকটাই কমানো সম্ভব।”
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমা মাহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশফিকুর রহমান।
কর্মশালায় মাল্টা-ফেরত অভিবাসী মাহাতাব মৃধা ও আব্দুল হান্নান ইউরোপে অবৈধ পথে যাওয়ার পর নিঃস্ব হয়ে দেশে ফেরার করুণ অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, ব্র্যাকের প্রত্যাশা–২ প্রকল্পের মাধ্যমে পাওয়া মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিক সহায়তা তাদের পুনরেকত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা–২)’ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এ কর্মশালা পরিচালনা করেন এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মণ্ডল।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন জেলার অভিবাসনখাতসংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের সদস্য, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশগামী নারী-পুরুষকে সঠিক তথ্য প্রদান, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসিসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।








