Logo

গবেষণায় উৎকর্ষে নৈতিকতা–স্বচ্ছ বাজেট অপরিহার্য: ডুয়েট ভিসি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ নভেম্বর, ২০২৫, ১৮:২৫
25Shares
গবেষণায় উৎকর্ষে নৈতিকতা–স্বচ্ছ বাজেট অপরিহার্য: ডুয়েট ভিসি
ছবি: প্রতিনিধি

গবেষণার মানোন্নয়নে নৈতিকতা, স্বচ্ছতা ও সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আইকিউএসি আয়োজিত “রিসার্চ, কোলাবোরেশন, পাবলিকেশন এথিক্স অ্যান্ড রিসার্চ বাজেট ম্যানেজমেন্ট” শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “গবেষণাকে এগিয়ে নিতে স্বচ্ছতা, কোলাবোরেশন এবং যথাযথ পরিকল্পনার বিকল্প নেই। সঠিক গবেষণা ব্যবস্থাপনা নিশ্চিত হলে টেকসই উন্নয়নের পথ আরও সুগম হয়।” তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে শিক্ষক–শিক্ষার্থীদের গবেষণা নৈতিকতা, প্রকাশনা নীতি ও বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।

তিনি জানান, গবেষণা-বান্ধব নীতিমালা প্রণয়ন, স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনা এবং দেশি–বিদেশি কোলাবোরেশন ডুয়েটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের গবেষণায় নেতৃত্ব গড়ে তুলতে সঠিক পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ডুয়েটের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে এম-ডুয়েট প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য ও র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। তিনি গবেষণা নৈতিকতা, মানসম্মত প্রকাশনার নীতি, গবেষণা অনিয়ম প্রতিরোধ, ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশনের কৌশল এবং গবেষণা বাজেট ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে সেমিনার শেষ হয়। অনুষ্ঠানে ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD