Logo

নেত্রকোণায় হাওড় চলাচলে বাধা, ৬ জনের বিরুদ্ধে তদন্ত

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৩ নভেম্বর, ২০২৫, ১৪:২৬
4Shares
নেত্রকোণায় হাওড় চলাচলে বাধা, ৬ জনের বিরুদ্ধে তদন্ত
ছবি: প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় হাওড়ে স্বাভাবিক চলাচল ব্যাহত করার অভিযোগে মো: হেলাল মিয়ার করা আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। এ বিষয়ে তিনি ১৯ নভেম্বর আদেশনামা জারি করেন।

বিজ্ঞাপন

আদেশে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরসমূহে আদেশের অনুলিপিও প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী হেলাল মিয়া বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থে রাস্তা কেটে মাছ ধরে। এতে এলাকাবাসী ভোগান্তিতে পড়লেও আমরা কিছু বলতে পারিনি। এবার আর যেন এমন না হয়, তাই আইনের আশ্রয় নিয়েছি।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাস্তা কেটে দেওয়ার কারণে আগাম বন্যায় ফসলহানির ঝুঁকি বাড়ে, ধান আনা-নেওয়ায়ও সমস্যা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্থায়ী সমাধান দাবি করেন।

অভিযুক্ত আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তাটি আমার জমির ওপর। আমি মাছ ধরার সময় রাস্তা কাটি, পরে আবার ঠিক করে দিই। মাছ বিক্রির অর্ধেক টাকা মসজিদ ও এতিমদের জন্য দান করি। এতদিন কোনো সমস্যা হয়নি, এখন হঠাৎ তারা আপত্তি তুলছে।

তিনি আরও বলেন, তিনি নিজের প্রাপ্য ক্ষুণ্ন না হলে আইনগত সিদ্ধান্ত মেনে নেবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার মুঠো ফোনে বলেন, আমি অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD