খুলনার দিঘলিয়ায় হত্যা ও মাদকের একাধিক মামলার আসামি জামির আটক

খুলনার দিঘলিয়ায় হত্যা ও মাদকের একাধিক মামলার আসামী জামির শেখ কে গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সুত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া গ্ৰামের মৃতঃ জাফর শেখের পুত্র জামির শেখ কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: খুলনা মেডিকেলে নবজাতক রেখে উধাও মা–বাবা
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় এস আই জাহিদ হোসেন, এস আই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন, ইমদাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জামিরকে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজ্ঞাপন
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, আটকৃত জামির শেখের বিরুদ্ধে হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলা থেকে জামিরকে ধাওয়া দিয়ে খুলনার বয়রা থেকে আটক করা হয়েছে।
সন্ত্রাসী,অস্ত্রধারী ও মাদক কারবারিদের ধরতে দিঘলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের অভিযান জোরদার করা হবে।








