Logo

গাজীপুরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ নভেম্বর, ২০২৫, ২০:৪৭
18Shares
গাজীপুরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত
ছবি: সংগৃহীত

গাজীপুরে মাদক মামলার আসামী ধরতে গিয়ে ছিনতাইচক্রের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে মহানগরীর মধ্যভোরা এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, টহল ও অভিযানের সময় ছিনতাইকারীরা আকস্মিকভাবে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলামের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা মারাত্মকভাবে জখম হন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এএসআই রশিদের মাথা, ঠোঁট ও হাঁটুতে সেলাই লেগেছে। কনস্টেবল সাইফুলের মাথায় আঘাত, দুটি দাঁত ভেঙে যাওয়া এবং চোখ-ঠোঁট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে মধ্যভোরা ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. আব্রাহাম (১৯) কে গ্রেপ্তার করে পুলিশ।

গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘এটি পরিকল্পিত ছিনতাইচক্রের হামলা। বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD