Logo

চিকিৎসাসেবার স্বীকৃতি সহকারী অধ্যাপক হলেন ডা: খায়রুল আলম

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৫ নভেম্বর, ২০২৫, ১৯:০৮
23Shares
চিকিৎসাসেবার স্বীকৃতি সহকারী অধ্যাপক হলেন ডা: খায়রুল আলম
ছবি: প্রতিনিধি

অভিজ্ঞ, দক্ষ, মানবিক ও আধুনিক চিকিৎসা সেবায় সুনামধন্য শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ খায়রুল আলম সিদ্দিকী রায়হান সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

বিজ্ঞাপন

গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা অফিসিয়াল স্মারকের মাধ্যমে তাকে এ পদে উন্নীত করা হয়। পদোন্নতির খবর ছড়িয়ে পড়তেই চিকিৎসক ও সহকর্মীদের মাঝে যেমন আনন্দের বন্যা দেখা গেছে, তেমনি ব্যক্তিগত, সামাজিক ও এলাকা জুড়েও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।

দীর্ঘদিন ধরে ময়মনসিংহের হাসপাতালের শিশু বিভাগে অসীম নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন ডাঃ রায়হান।

বিজ্ঞাপন

জটিল কেস হ্যান্ডেলিং, বিশেষ করে শিশু সংক্রান্ত জটিলতা ও গুরুতর রোগী ব্যবস্থাপনায় তার দক্ষতা অনন্য। রোগীর সঙ্গে আন্তরিক ব্যবহার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় পারদর্শিতার কারণে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

বিভাগ পরিচালনায় তার দক্ষতা অসাধারণ। তিনি দায়িত্বশীল, কর্মঠ এবং সবসময় রোগী সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

ফুলবাড়ীয়া কৃতি সন্তান আছিম বাঁশদীর গর্ব ডাঃরায়হান ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাঁশদী গ্রামে জন্ম নেওয়া কৃতি সন্তান ডাঃ খায়রুল আলম সিদ্দিকী রায়হান নিয়ে এলাকাবাসীর গর্বের শেষ নেই।

বিজ্ঞাপন

মানুষের প্রতি তার সহমর্মিতা, দরিদ্র রোগীদের সহায়তা ও মানবিক কর্মধারার কারণে এলাকায় তিনি পরিচিত ভরসার মানুষ হিসেবে।

স্থানীয়রা মনে করেন উনি শুধু একজন চিকিৎসক নন; তিনি একজন উদার, দয়ালু ও মানবিক মানুষ। যখনই কারও চিকিৎসা প্রয়োজন হয়, তিনি আন্তরিকতার সঙ্গে পাশে দাঁড়ান।

বিজ্ঞাপন

পিতার পথ অনুসরণ করে মানুষের সেবা ডাঃ রায়হানের পিতা ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের স্বনামধন্য অধ্যাপক আব্দুল হাকিম বহু শিক্ষার্থীর প্রিয় শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে এলাকায় পরিচিত।

পিতার নৈতিকতা, শিক্ষা ও মানবিকতা থেকেই ডাঃ রায়হান পেশাদার জীবনে পথচলার প্রেরণা পেয়েছেন।

অনেক সময় রোগীরা ডাঃ রায়হানকে ফোনে না পেলে সরাসরি তার পিতা অধ্যাপক আঃ হাকিমের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজে রোগীদের অবস্থা শুনে সন্তানের কাছে পৌঁছে দেন এবং রোগীরা দ্রুত চিকিৎসা পান।এ দৃশ্যই প্রমাণ করে এই পরিবার মানবিক সেবায় কতটা নিবেদিত।

বিজ্ঞাপন

সহকারী অধ্যাপক পদোন্নতি বিষয়ে ডাঃ খায়রুল আলম সিদ্দিকী রায়হান বলেন,এই অর্জন শুধু আমার নয়; রোগী, সহকর্মী, সিনিয়র জুনিয়র সবার আস্থা ও ভালোবাসার ফল। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তার প্রতিদান দিতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা করে যেতে চাই।

স্থানীয় সাংবাদিক আব্দুস সাত্তার বলেন,ডাঃ রায়হান শুধু একজন চিকিৎসক নন, তিনি মানুষের পাশে দাঁড়ানো একজন প্রকৃত সেবক। তার পদোন্নতি আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। তিনি তরুণ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার উৎস।

বিজ্ঞাপন

রোগীদের আস্থার প্রতীক মোছলিমা খাতুন বলেন,ডাঃ রায়হান মহোদয়কে মোবাইলে না পেলে আমরা হাকিম স্যারের সঙ্গে যোগাযোগ করি। তিনি সঙ্গে সঙ্গে ডা. রায়হানকে জানান। এরকম সেবা আমরা খুব কম চিকিৎসকের কাছে পাই।

ডা. রায়হানের পরিবার ও ব্যক্তিগত জীবনযাপনও তার মানবিকতা ও একাগ্রতার প্রতিফলন।

ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন,ডাঃ খায়রুল আলম সিদ্দিকী রায়হান শুধু একজন সফল চিকিৎসক নন, তিনি ফুলবাড়ীয়ার মানুষের গর্ব। তার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি আমাদের এলাকার জন্য একটি বড় সম্মান। দীর্ঘদিন ধরে তিনি যেভাবে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে,নবাগত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডা. খায়রুল আলম সিদ্দিকী রায়হান আজ শুধু চিকিৎসা মহল নয়, সমগ্র ময়মনসিংহ ও ফুলবাড়ীয়ার মানুষের গর্ব। তার সততা, দক্ষতা ও মানবিকতার ধারায় স্বাস্থ্যসেবার মান আরও এগিয়ে যাবেএমনটাই প্রত্যাশা সকলের।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD