পলাশে ভূমিকম্পে সাবরেজিস্ট্রার অফিসে ফাটল

নরসিংদীর পলাশে দুইদিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প হওয়ার পর প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত জরাজীর্ণ উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার নিবন্ধিত প্রায় ২৬ হাজার দলিল।
বিজ্ঞাপন
এর আগে, নরসিংদী জেলায় শুক্রবার প্রথম দিনের ভূমিকম্প শুরু হয় সকাল ১০টা ৩৮ মিনিটে। এরপর আর ও কয়েক দফা ভূমিকম্প হয়, এসময় জেলায় ৫ জনের প্রাণহানিসহ আহত হয় প্রায় শতাধিক মানুষ।
ক্ষতিগ্রস্ত হয় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত পলাশ উপজেলা সাবরেজিস্ট্রার অফিস ও রয়েছে।
এ অফিসের রেকর্ড রুমের দরজা, জানালা, দেয়াল, সাব-রেজিস্ট্রারের খাসকামরা এজলাসের দেয়াল ও কলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার ২৬ হাজার নিবন্ধিত দলিল ও তার তথ্য।
বিজ্ঞাপন
যেকোনো সময় ভবনটি ধসে যাওয়ার সহ যেকোনো দুর্ঘটনায় এসব দলিল নষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অত্র অফিসের কর্মকর্তা কর্মচারীসহ সেবা গ্রহিতারা।
সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এ অফিসে মোট দলিল নিবন্ধিত হয়েছে প্রায় ২৬ হাজার একশত। এর মধ্যে ৫৬০টি বালামে ২৩ সাল পর্যন্ত ১৮ হাজার দলিল লিপিবদ্ধ হয়েছে। বাকি ৮ হাজার একশত নিবন্ধিত দলিল বালামে লিপিবদ্ধর কাজ চলমান রয়েছে। এসব দলিলের সাথে সম্পৃক্ত রয়েছে দলিলের নিবন্ধন রেজিস্ট্রার এন্ট্রি বই,রেজিস্ট্রার ফি বই, স্টেম্প শুল্ক, স্থানীয় সরকার কর, (উৎস আয়কর), রেজি পে অর্ডার বই, এন-এন রেজিস্ট্রার বইসহ রয়েছে প্রয়োজনীয় মূলবান কাগজপত্র।
বিজ্ঞাপন
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার আরিফুর রহমান জানান,এটা হচ্ছে একটা পুরাতন পরিত্যক্ত কোর্ট বিল্ডিং, এর একাংশে আমাদের অফিসের কার্যক্রম চলছে। সরজমিন পরিদর্শন করে গণপূর্তকে চিঠি দেওয়া হবে।








