সুন্দরবনের ৩৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের ভাংগার খাল এলাকা হতে হরিণ শিকারীদের পেতে রাখা প্রায় ৩৫০ ফুট মালা ফাঁদ উদ্ধার করেন বন বিভাগ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বনভিবাগের স্মার্ট পেট্রোলিং টিম টহলের সময় এই ফাঁদ দেখতে পেয়ে তা উদ্ধার করে ফাঁদ গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ
বন বিভাগ জানান,এ ধরনের ফাঁদ শিকারী চক্র গভীর রাতে বনের ভেতর রাখে যাতে বনের চরে চরে ঘুরে বেড়ানো মায়াবী চিত্রা হরিণ সহজেই ধরা পড়ে। শিকারিরা পরে সুবিধামতো এসে হরিণ ধরে নিয়ে যায় ফাঁদটি উদ্ধার হওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে প্রাণীগুলো রক্ষা পেয়েছে।
বিজ্ঞাপন
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, হরিণ শিকার বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। শিকারিরা অত্যন্ত চতুর; তারা গভীর বনের নির্জন এলাকায় লুকিয়ে এ ধরনের ফাঁদ রেখেছে। তবুও আমাদের টিম ফাঁদ উদ্ধার করেছে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।








