Logo

ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, আটক ২

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৫ নভেম্বর, ২০২৫, ২১:২৮
18Shares
ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, আটক ২
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুপ্তছড়া ঘাট এলাকায় নিজামের মালিকানাধীন ‘মাম-২ ব্রিক ফিল্ডে’ এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কর্মরত চারজন পুরুষ শ্রমিক সুযোগ বুঝে নারী শ্রমিককে ধর্ষণ করে। ঘটনার পরপরই অভিযুক্তদের মধ্যে দুইজন পালিয়ে গেলে বাকি দুইজনকে সন্দ্বীপ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের নাম রবিউল ও মোঃ জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নারী শ্রমিকসহ অভিযুক্ত চারজনই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং মৌসুমি কর্মসংস্থানের জন্য ওই ইটভাটায় কাজ করছিলেন।

সন্দ্বীপ থানা পুলিশ জানায়, ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুইজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা দ্রুত বিচার দাবিতে মাঠে নামেছেন। এ ঘটনায় ব্রিকফিল্ড এলাকায় কর্মরত নারী শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD