গৌরীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

গৌরীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফাইয়াজ আহাম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আসমাউল ইকবাল মৃদুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আফিয়া আমীন পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর প্রেসক্লাব ও এগ্রোভেট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল আমিন, গৌরীপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আলীম উদ্দিন এবং ফজল এগ্রোর পরিচালক আবুল ফজল।
বিজ্ঞাপন
প্রদর্শনীতে দেশি ও বিদেশি প্রজাতির ষাড়, গাভী, ছাগল, পাঠা, হাঁস, মুরগি, কবুতর, কুয়েলসহ বিভিন্ন পাখি উপস্থাপন করা হয়। এছাড়া খামারি প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানির স্টলও ছিল প্রদর্শনীতে। সমাপনীতে সেরা খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, দেশি প্রজাতির সংরক্ষণ এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এটি কৃষির পর বৃহত্তম কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।








