পটুয়াখালীতে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ভবনের সামনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বিভিন্ন বাউল–সুফি সংগঠন, সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা হাতে বহন করছিলেন ‘আবুল সরকারের মুক্তি চাই’, ‘গান, জ্ঞান ও ভক্তির নিরাপত্তা চাই’ এরকম স্লোগান।
মানববন্ধনে বাংলাদেশ বাউল শিল্পী সংগঠন পরিষদের সভাপতি জামাল সরদার বলেন, “এই দেশের বৈষম্যবিরোধী আন্দোলনে সুফি–বাউলরা সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন। পরিকল্পিতভাবে শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, “একদিন পৃথিবীটা বাউলের হবে। শিল্পীদের ওপর হামলা ও গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন—এটি মেনে নেওয়া হবে না।”
জেলা বাউল শিল্পী সংগঠনের অন্যান্য সদস্যরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু জানিয়েছেন, “সরকার একদিকে লালনের অনুষ্ঠান করে, অন্যদিকে বাউল-ফকিরদের ওপর নির্যাতন চালাচ্ছে। ফ্যাসিবাদ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিজ্ঞাপন
মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়, আবুল সরকারকে মুক্তি না দিলে দেশের সব বাউল–ফকির রাস্তায় নামবেন। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে শিল্পীর মুক্তি ও সব ধরনের বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি জানান।








