শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

বগুড়ার শেরপুরে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি-এর সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী র্যালি উপজেলা চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন এবং স্থানীয় সাংবাদিক ও উদ্যোক্তারা।
বিজ্ঞাপন
বক্তারা জানান, সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে খামারিদের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাত সংরক্ষণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করা হবে। এর অংশ হিসেবে সেমিনার, মতবিনিময় সভা, র্যালি, ফ্রি ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের গরু, দুধাল গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষাপ্রাণী, দুগ্ধজাত পণ্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা।








